গাজীপুর: জেলার শ্রীপুরে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে এক যুবলীগ নেতাসহ ৫ জনের নামে মামলা হয়েছে। মামলার পর থেকে আজিজুর রহমান জন নামে ওই যুবলীগ নেতা পলাতক রয়েছে । কেওয়া পশ্চিম খন্ড এলাকার শাহ আলমের ছেলে জাহিদুল হাসান শরীফ বাদী হয়ে যুবলীগ নেতাসহ ৫ জনের নামে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার আসামিরা হলেন যুবলীগ নেতা কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আজিজুর রহমান জন (৩৫), সবুজ মিয়া (৩০), তাইজুদ্দীন আহমেদ (৪০), মুলাইদ গ্রামের সাকিব মিয়া (৩০) ও রিয়েল আহমেদ (৪০)।
নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের এক নেতা জানান, আজিজুর রহমান জন শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী হিসাবে নেতাকর্মী নিয়ে শোডাউন করছেন উপজেলা জুড়ে। বিভিন্ন অপরাধে জড়িত থাকলেও পদ পেতে লবিং করছেন তিনি।আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় মাওনা চৌরাস্তা প্রশিক্ষা মোড় এলাকায় প্রকাশ্যে এ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ছিনতায়ের ঘটনায় মাওনা চৌরাস্তার মেসার্স মোড়ল অ্যান্ড কোং এর ম্যানেজার জাহিদুল হাসান শরিফ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সোমবার রাতে মামলা করেন।
বাদী জাহিদুল হাসান শরিফ জানান, অভিযুক্ত আজিজুর রহমান জন এবং তার সহযাগীরা সন্ধ্যায় প্রকাশ্যে প্রশিক্ষা মোড়ে আটকে আমার কাছে থাকা টাকা ছিনতাই করে। তিনি বলেন, ৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে একটি ব্যাগে করে মালিকের বাড়িতে যাচ্ছিলাম। এ সময় পথরোধ করে সে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। তবে এরই মধ্যে ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়।
শ্রীপুর মডেল থানার (এসআই) শাহাদাত হাসান জানান, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক আছে। তাদের ধরতে অভিযান চলছে।
আগামীনিউজ/ হাসান