ধামরাইয়ে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২১, ০৯:১৩ পিএম
ছবি: সংগৃহিত

ঢাকা: জেলার ধামরাইয়ে অভিযান চালিয়ে কাজী নিয়াজ মোর্শেদ (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তার নিকট হতে ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সোমবার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ধামরাইয়ের ঢুলিপাড়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। 

গ্রেফতার কাজী নিয়াজ মোর্শেদ (৩৪) যশোর জেলার বাসিন্দা বলে জানা যায়। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানাধীন ঢুলিপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৩৯০ বোতল ফেন্সিডিল, ১ টি প্রাইভেটকার, ১ টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ ৭শ টাকাসহ কাজী নিয়াজ মোর্শেদ (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
    
সিপিসি-২, র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি দেশের সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আগামীনিউজ/ হাসান