ঠাকুরগাঁও: চলতি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, পেয়াজ ও মুগডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তায় কৃষি প্রনোদনা প্রদান করা হয়।
সোমবার (১৫ নভেম¦র) সদর উপজেলা কৃষি অফিসে এ প্রনোদনা বিতরণ অনুষ্ঠিত হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, বিশেষ অতিথি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মারুফ হোসেন, মনোয়ার হোসেন প্রমুখ।
সরিষা প্রণোদনা প্যাকেজে ছিল - সরিষা ১ বীজ কেজি এবং ১০ কেজি পটাশ ও ১০ ডিএপিসার, ভুট্টা প্রণোদনা প্যাকেজে ছিল ভুট্টা বিজ ২ কেজি, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ।
পেয়াজ প্রণোদনা প্যাকেজে ছিল পেয়াজ বিজ ১ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ।
গম প্রণোদনা প্যাকেজে ছিল গম বিজ ২০ কেজি ও ১০ কেজি পটাশ।
এ সময় ৬ হাজার ২৭০ জন কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার প্রনোদনা প্রদান করা হয়।