ব্রাহ্মণবাড়িয়া: জেলার বিজয়নগরে ৩৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আওলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ।
সোমবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের বাবুল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ঘরে থাকা ড্রামের ভেতর থেকে মাদক'সহ একজনকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ি হলেন, পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মাজিদ আলীর ছেলে শাখাওয়াত হোসেন রিমন (২৪)
আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি ও এএসআই বিল্লাল হোসেন, মাহবুব সরোয়ার ও কেন্দ্রের ফোর্স নিয়ে দাড়িয়াপুর জিল্লুর বাড়ির বসত ঘরে থাকা ড্রামের ভেতর থেকে ৩৫০ বোতল ফেন্সিডিল যার বাজার মূল্য অনুমান পাঁচ লক্ষ টাকা। ঘটনা স্থলে উপস্থিত থাকা আসামি শাখাওয়াত হোসেন রিমনকে গ্রেফতার করা হয়। তবে মূল আসামি বাবুল পালিয়ে গিয়েছে তাকে ধরার চেষ্টা চলছে। আসামীকে মামলা দিয়ে থানায় পাঠানোর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
আগামীনিউজ/ হাসান