গাজীপুর: জেলার শ্রীপুরে চলাচলের সড়কের উপর ইটের দেয়াল নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম সোনাব গ্রামের এক মুক্তিযোদ্ধাসহ ২০ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ভুক্তভোগী পরিবার গুলো। ওই রাস্তা হঠাৎ বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।
এব্যাপারে ওই এলাকার মৃত উছুম উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন।
আবুল কালাম আজাদ বর্তমানে ময়মনসিংহের ভালুকা মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত রয়েছেন। রাস্তার অধিকার নিয়ে তার বিরুদ্ধে এলাকার দুইশত মানুষ গণসাক্ষর দিয়েছেন। ওই সাক্ষরসহ বিভিন্ন দপ্তরে দরখাস্ত জমা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট আজিজুল হক নিজে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বিষয়টি সমাধানের জন্য তিনি উপজেলার আইনশৃঙ্খলা মিটিং এ সুপারিশ করে বক্তব্য দিয়েছেন।
স্থানীয়রা বলছেন, পুলিশ কর্মকর্তা আবুল কালামের সহোদর বোন জোবেদা খাতুন ও তাঁর স্বামীর সাথে জমি নিয়ে বিরোধ থাকার কারণে এমন ঘটনা ঘটানো হয়েছে, আর এতে দুর্ভোগে পড়েছে ২০টি পরিবার।
এলাকাবাসীরা জানান, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এযাবৎকাল পর্যন্ত চলাচল করছে ছোট বড় বৃদ্ধ বনিতা সহ বিভিন্ন মানুষ। হঠাৎ করে সড়ক বন্ধ করে দেওয়ায় চলাচলে অসুবিধা হচ্ছে। কেউ প্রতিবাদ করতে গেলে কালাম দারোগা মিথ্যা মামলা মোকাদ্দমা দিয়ে হয়রানি করে এমন অভিযোগও করেন তারা। সরকারি অর্থায়নে বিভিন্ন সময়ে ওই সড়কে মাটি ফেলাসহ সংস্কার করা হয়েছে।
ছাত্র-ছাত্রীরা জানান, রাস্তা বন্ধ করে দেওয়ায় বিদ্যালয়ে অনেক পথ ঘুরে যেতে হয়। মাঝেমধ্যে কালাম দারোগার পরিবার গালিগালাজ করে এবং এই পথ দিয়ে যেতে নিষেধ দেন।
আবুল কালাম আজাদ জানান, আমার ক্রয়কৃত জোত জমিতে বাউন্ডারী নির্মাণ করেছি। বিষয়টি উপজেলা ভূমি অফিস এবং কাওরাইদ ইউনিয়ন ভূমি অফিস অবগত আছেন। তবে রাস্তা দখলের বিষয়ে তিনি অস্বীকার করেন। তার জমিতে জোড় পূর্বক রাস্তা তৈরি করার বিষয়ে বিভিন্ন দপ্তরে বাদী হয়ে অভিযোগ করেছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এলাকার সচেতন মহলের দাবি সড়কটি পূর্বের ন্যায় চলাচলের উপযোগী করে দিলে ভুক্তভোগীদের দুর্ভোগ পোহাতে হবে না। স্থানীয় প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণমাধ্যমের সহযোগিতায় প্রধানমন্ত্রীর কাছে তারা এ দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে রোববার (১৪ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার। তিনি বলেন, বিষয়টি তদন্ত চলছে, এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আগামীনিউজ/ হাসান