গাজীপুর: জেলার শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় বাসস্ট্যান্ডে চাঁদা না দেয়ায় এক পরিবহন মালিক ও তার ছেলেকে পিটিয়ে আহত অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ ও ফুটেজ ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বাস মালিক কামাল মিয়া বাদী হয়ে রবিার বিকেলে শ্রীপুর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলো উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের হাছেন আলীর ছেলে বাস মালিক কামাল মিয়া (৪৫) ও তার ছেলে ফরহাদ হোসেন (২৫)।
অভিযুক্তরা হলো শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আব্দুস ছালামের ছেলে মুজিবুর রহমান ও তার সহযোগী কিশোরগঞ্জ জেলার বাবু মিয়া।
কামাল মিয়া জানান, ঢাকা-শ্রীপুর সড়কে একটি “প্রভাতী-বনশ্রী” ও স্থানীয় সড়কে “আল মদিনা” নামে তার দুটি যাত্রীবাহী বাস চলাচল করছে। এ সড়কে বাস চলাচল করতে হলে অভিযুক্তদের দৈনিক ভিত্তিতে চাঁদা প্রদানের দাবী করে। শনিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় তার ছেলে ফরহাদ হোসেন মাওনা উড়াল সেতুর নিচে আসলে আবারো চাঁদা দাবী করে। এসময় ফরহাদ চাঁদা দিতে অস্বীকার করে। এক পর্যায়ে অভিযুক্তরা তাদের ৭/৮জন সহযোগীকে নিয়ে লাঠি ও রড নিয়ে ফরহাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে সে (কামাল মিয়া) ছুটে এলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে অভিযুক্তরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখে।
স্থানীয়রা জানান, হামলার ঘটনাটি তাৎক্ষনিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ ও ভিডিও ফুটেজ অপলোড করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়েছে।
অভিযুক্ত মজিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
আগামীনিউজ/ হাসান