জমি জবর দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সন্মেলন

রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২১, ০৫:২৪ পিএম
ছবি: আগামী নিউজ

রাজীবপুর (কুড়িগ্রাম): রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী গ্রামে চাষাবাদকৃত জমি জবর দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার  প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। 

শনিবার(১৩ নভেম্বর) রাজীবপুর উপজেলার শিবেরডাঙ্গী গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে আব্দুল ওয়াহাব।হামলার ঘটনায় দুই জন বাদী হয়ে রাজীবপুর ও রৌমারী থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ পত্রে লালবাদশা (৫০), ইস্রাফিল (৪৪), রাফাত আলী (৪৭), ফুল মিয়া (৪৭), তারা মিয়া (৪৫), শাহাবুদ্দিন (৪০) সহ কয়েকজনের নাম উল্লেখ  করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, পৈতৃক সম্পত্তি ১ একর ৮০ শতক জমি  দীর্ঘদিন থেকে চাষাবাদ করে আসছেন আব্দুল ওয়াহাব ও তার পরিবারের সদস্যরা।সেই জমি জবর দখল করতে চায় প্রতিবেশি লাল বাদশা।গত বুধবার(১০ নভেম্বর) জমি পাকা আমন ধান কাটতে গেলে লালবাদশা,ইস্রাফিল,রাফাত আলী,ফুল মিয়া,তারা মিয়া, শাহাবুদ্দিন সহ আরও প্রায় ৩০ জন মানুষ একত্রিত হয়ে তাদের উপর হামলা চালায়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাত বেশ কয়েকজন গুরুতর হয়।আহতদের কয়েকজন রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। বকুল মিয়া, ওমর ফারুক ও ওসমানগনি গুরুতর আহত হওয়ার কারনে চিকিৎসকের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

বিরোধপূর্ণ এই জমি নিয়ে একাধিকবার শালিসি বৈঠক হলেও বিষয়টি মিমাংসা করতে পারেনি স্থানীয় সূধীজন ও জনপ্রতিনিধিরা। ভূমিদস্যু লাল বাদশা জোর পূর্বক জমিটি দখলে নেওয়ার জন্য ভুয়া কাগজ পত্র তৈরি করছে ।নানাভাবে হুমকি ও ভয়ভীতি প্রদান করে আসছে নিয়মিত। বুধবার ধান কাটতে গেলে তাদের উপর বর্বরোচিত হামলা চালায়। তিনি প্রশাসনের নিকট এই ঘটনার সুস্থ তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার দাবি করেন।

সংবাদ সন্মেলন আরও  উপস্থিত ছিলেন আব্দুস ছালাম, রাজীবপুর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ঈসমাইল হোসেন, আলহাজ্ব আব্দুল বারী, বদিউজ্জামান ও বকুল হোসেন (৪০) এবং রৌমারী ও রাজীবপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক গণ।

আগামীনিউজ/ হাসান