শ্রীপুরে সাফারি পার্কে নায়ালা পরিবারে সর্পিল শিং হরিণ শাবকের জন্ম 

গাজীপুর প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২১, ১১:০৯ এএম
ছবিঃ আগামী নিউজ

গাজীপুরঃ জেলার শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রতিষ্ঠালগ্নে দুটি নায়ালা আনা হয়েছিল। নায়ালা পরিবারে জন্ম নেয়া নতুন এ শাবককে নিয়ে বর্তমানে পার্কে নায়ালার সংখ্যা বেড়ে ৩। একে সর্পিল শিংযুক্ত হরিণ নামেও ডাকা হয়। লাজুক প্রকৃতির হওয়ায় সচরাচর এদের দেখা মেলে না।

সম্প্রতি পার্কে একটি নায়ালা শাবকের জন্ম হয়। লাজুক প্রকৃতির হওয়ায় সচরাচর এ প্রাণীটির দেখা মেলে না। ঘন বনজঙ্গল ও ঝোপঝাড়ের ভেতর নির্জনে অবস্থান করা এদের চারিত্রিক বৈশিষ্ট্য। লুকিয়ে থাকায় জন্মের বেশ কিছু দিন পর হঠাৎ বুধবার দেখা মেলে এই শাবকের। একে সর্পিল শিংযুক্ত হরিণ বলেও অভিহিত করা হয়।আফ্রিকা থেকে ২০১৫ সালে নায়ালা দম্পতি কিনে আনা হয়েছিল। কয়েক বছর আগে একটি শাবকের জন্ম দিয়ে স্ত্রী নায়ালাটি মারা যায়। সেই শাবকটি পরিণত হয়ে নতুন শাবকের জন্ম দিল। এ শাবক মায়ের গর্ভে থাকা  অবস্থায় গত বর্ষায় পুরুষ নায়ালাটি মারা যায়।  শুক্রবার সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পার্কে কয়েকদিন আগে জন্ম নেওয়া একটি নায়ালা শাবকের দেখা মিলেছে সম্প্রতি। 

সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশে নায়ালার বিচরণ। সম্প্রতি পার্কের জেব্রা বেষ্টনীতে এ শাবক ও তার মাকে দেখা গেছে। কাছে যেতে না পারায় এখনও শাবকটির লিঙ্গ নির্ধারণ করা যায়নি।

বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক সরোয়ার হোসেন খান বলেন, প্রাণীটি হরিণ প্রজাতির মতো দেখতে। স্ত্রী নায়ালার শিং থাকে না। তবে পুরুষের শিং থাকলেও সে শিংয়ের শাখা থাকে না। এরা তৃণভোজী। ছোট ঘাস, লতাপাতা এদের পছন্দের খাবার। তিনি আরও বলেন, এদের দেহের দৈর্ঘ্য ১৩৫ থেকে ১৯৫ সেন্টিমিটার এবং ওজন হয় ৫৫ থেকে ১৪০ কেজি পর্যন্ত। এদের শরীরে ১০টিরও বেশি সাদা ডোরাকাটা দাগ থাকে। তবে চোরাচালান, বাসস্থান ধ্বংস, কৃষি ও গবাদিপশু চারণের কারণে এদের সংখ্যা কমে আসছে। এরইমধ্যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) প্রাণীটিকে ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে উল্লেখ করেছে।

আগামীনিউজ/নাসির