ফরিদপুর: জেলার সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারাবন্দি থেকেও ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে টেক্কা দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ইশারত হোসেন।
ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার রামকান্তপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মো. ইশারত হোসেন টেলিফোন প্রতী নিয়ে ৩ হাজার ৩৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন টেবিল ফ্যান প্রতী নিয়ে পেয়েছেন ১ হাজার ৭৯২ ভোট।
এছাড়া মুহম্মদ ইসারত হোসেন আনারস প্রতীকে ১ হাজার ৫০৪ ভোট পেয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থী মো. আশরাফ আলী ১ হাজার ৪৭৭ ভোট পেয়ে রয়েছেন চতুর্থ অবস্থানে, মো. সিরাজুল ইসলাম মোল্লা মোটরসাইকেল প্রতীকে ১ হাজার ৮৭ ভোট, মীর সৈয়দ আলী ঘোড়া প্রতীকে ৯২৭ ভোট ও মো. নজরুল ইসলাম চশমা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২২ ভোট।
বিজয়ী চেয়ারম্যান ইসরাত হোসেনের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, রামকান্তপুর ইউনিয়নবাসীর কাছে আমার ভাই ইশরাত হোসেন একজন জনপ্রিয় ব্যক্তি। তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে কারাগারে বন্দি আছেন।
আগামীনিউজ/ হাসান