নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ

বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি নভেম্বর ১২, ২০২১, ১১:১৬ পিএম
ছবি: আগামী নিউজ

মানিকগঞ্জ: তেল, গ্যাস, চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

শুক্রবার জেলা বিএনপির আয়োজনে আদালত চত্বর থেকে বিক্ষোভটি বের হয়ে শহর প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

দলীয় নেতাকর্মীরা জানান, পুলিশী বাধা উপেক্ষা করে জেলা বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ জিন্নাহ কবীরের উপস্থিত নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় অনন্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্তি পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আ ফ ম নুরতাজ আলম বাহার, রফিক উদ্দিন ভুঁইয়া হাবু, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিএম রফি অপু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মুশতাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ্যাডঃ নাজমুল হাসান, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক কামরুল হাসান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জিয়াউদ্দিন আহমেদ কবির, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ তুহিনুর রহমান তুহিন, জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ শরিফুল ইসলাম চাঁন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল খালেক শুভ, জাহিদুল ইসলাম জিহাদ সহ জেলা ও উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ

আগামীনিউজ/ হাসান