চুনারুঘাটে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, কমেনি দাম

চুনারুঘাট প্রতিনিধি নভেম্বর ১২, ২০২১, ০২:১৯ পিএম
ছবিঃ আগামী নিউজ

হবিগঞ্জঃ জেলার চুনারুঘাটে বিভিন্ন হাটবাজারে উঠতে  শুরু করেছে শীতকালীন সবজি। মৌসুমের আগাম সবজি কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। শুরুতে সবজির দাম বেশি পাওয়ার আশায় চাষিরাও ব্যস্ত সবজি পরিচর্যা ও তোলার কাজে। এদিকে আগাম সবজির আশানুরূপ দাম পেয়ে খুশি চাষিরাও। ফলন ভালো হওয়ায় স্বস্তি তাঁদের। তবে সব ধরনের সবজি এখনও আসেনি বাজারে।

বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি, বাঁধাকপি, মুলা, টমেটো, শিম,পাতিলাউসহ বিভিন্ন ধরনের শীতকালীন শাক-সবজী উঠেছে। তবে দাম আকাশ ছোঁয়া। বাজারে সবজি দেখে ক্রেতারা খুশি হলেও চড়া দামে চোখ কপালে উঠার মতো অবস্থা।

চাষি আঃ মন্নান বলেন, শীতকালীন সবজি নিয়ে হাটে এসেছি। এবার আগাম শীতকালীন সবজি বেশি দামে বিক্রি করতে পেরে আনন্দিত। আগামী কয়েকদিনের মধ্যেই বাজারে সব ধরনের সবজি সরবরাহ করা হবে।  

সবজি ক্রয় করতে আসা রূপক দাস বলেন, শীতকালীন সবজি এখন বাজারে পাচ্ছি। সবজির দাম কিন্তু অনেক বেশি। ফুলকপি বিক্রি হচ্ছে, কেজি ধরে ৯০/১০০টাকা, বাঁধাকপি ৬০/৮০টাকা, টমেটো ১৫০/১০০টাকা,সিম ১২০/১৩০টাকা, মরিচ ১২০/১৩০টাকা, মুলা ৪০/৫০টাকা, পাতিলাউ ৩০/৪০টাকা, লালশাক ৩০/৪০টাকা বিক্রি হচ্ছে। দাম নিয়ন্ত্রণে না আসলে স্বস্তি আসবে না।

পাইকারি বিক্রেতা শামসুল হক বলেন, শুক্রবারে পাইকারি বাজারে প্রতি কেজি মুলা ৩৩টাকা, সিম ১১০টাকা, ফুলকপি ৭৫/৮০টাকা, বাঁধাকপি ৪০/৪৫টাকা, মরিচ১০০টাকা ও পাতিলাউ ২০/২৫ টাকা ধরে বিক্রি করা হয়েছে। শীতকালীন সবজি আসতে শুরু করেছে তাই গত কয়েকদিনের তুলনায় সবজির দাম কমে এসেছে।

সবজি বিক্রেতা মোহাম্মদ বিল্লাল ও মোখলেস মিয়া বলেন, মৌসুমি সবজি এখন বাজারে আসতে শুরু করেছে। তবে দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি। স্থানীয় সবজিগুলি পুরোদমে বাজারে আসতে শুরু করলে এই সবজির দাম কমে আসতে পারে।.

আগামীনিউজ/নাসির