ইউপি নির্বাচন: মেহেরপুরে ৯টির ৭টিতে বিদ্রোহী প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০২১, ১০:২৮ এএম
ফাইল ছবি

মেহেরপুরঃ জেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ২ জন ও বিদ্রোহী ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহম্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে একযোগে ৯টি ইউনিয়নের ৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

বিজয়ীদের মধ্যে গাংনী উপজেলার সাহারবাটি ইউপিতে মশিউর রহমান (নৌকা) ৭ হাজার ৬৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিবুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৯৯২ ভোট।

তেঁতুলবাড়িয়াতে বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদা বিশ্বাস ৬ হাজার ৮২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতালেব হোসেন পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট।

কাথুলী ইউপির বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান ৫ হাজার ৭৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার পেয়েছেন ৪ হাজার ২ ভোট।

বামন্দী ইউপিতে ওবাইদুর রহমান (নৌকা) ৬ হাজার ৫২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আওয়াল পেয়েছেন ৪ হাজার ৮৯৩ ভোট।

মটমুড়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী সোহেল আহম্মেদ ১৮ হাজার ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হাশেম (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৬০২ ভোট।

এদিকে মুজিবনগর উপজেলার ৪টি ইউপিতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে মহাজনপুর ইউপির বিদ্রোহী প্রার্থী আমাম হোসেন মিলু ৬ হাজার ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা রেজানুর রহমান নান্নু পেয়েছেন ৬ হাজার ৩৯ ভোট।

মোনাখালী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান ৬ হাজার ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার রফিকুল ইসলাম ৫ হাজার ৭৯২ ভোট পেয়েছেন।

দারিয়াপুর ইউপিতে বিদ্রোহী প্রার্থী এ.এস.এন মাহাবুব আলম ৩ হাজার ৯৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোস্তাকিম উল খোকন ২ হাজার ১৫৩ ভোট পেয়েছেন।

বাগোয়ান ইউপির বিদ্রোহী প্রার্থী আয়ূব হোসেন ১২ হাজার ৭৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুতুব উদ্দীন (নৌকা) ১০ হাজার ৯৯২ ভোট পেয়েছেন।

আগামীনিউজ/নাসির