রাজীবপুর (কুড়িগ্রাম): প্রণোদনা কর্মসূচির আওতায় রাজীবপুর উপজেলার ২ হাজার ১০ জন কৃষককে রবি মৌসুমে চাষকৃত বিভিন্ন ধরনের ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রাজীবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার সরিষা চাষীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বীজ ও সার বিতরণের মধ্যেদিয়ে এই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা।উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে এসব সার ও বীজ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী,আ'লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও প্রণোদনা কর্মসূচির আওতাভুক্ত কৃষকেরা।
রাজীবপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৩ টি ইউনিয়নে ৬০০ জন সরিষা,৪০০ জন গম, ৪০০ জন ভুট্টা ,১০০ জন সূর্যমুখী, ১৫০ জন চিনাবাদাম,৫০ জন পেঁয়াজ, ৫০ জন মুগ ডাল,২০০ জন খেসারী,৬০ জন মসুর ডাল সহ মোট ২০১০ জন চাষীকে প্রণোদনা সহায়তার আওতায় বীজ, ডিএপি এবং এমওপি সার দেওয়া হবে।
রাজীবপুরে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিতরণকৃত এই বীজ ও সার দিয়ে কৃষকরা ১ বিঘা জমিতে চাষাবাদ করতে পারবে।
আগামীনিউজ/ হাসান