গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার বিচার দাবীতে বিক্ষোভ সমাবেশ 

গাইবান্ধা নভেম্বর ৬, ২০২১, ০৪:৪২ পিএম
ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যাদিবস উপলক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছেন সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। আজ দুপুরে স্থানীয় কাটামোড়ে এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট সুলতানা কামাল। 

তিনি বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর সাঁওতাল উচ্ছেদের নামে তিন সাঁওতালকে হত্যাকারীদের অবিলম্বে বিচারের করতে হবে। এছাড়াও সাঁওতাল সম্প্রদায়ের বাপ-দাদার জমিতে ইপিজেড নির্মাণের সরকারি সিদ্ধান্ত বাতিল করতে হবে। 

ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, সাধন মুন্ডা, কেন্দ্রীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাডভোট সিরাজুল ইসলাম বাবু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, উপজেলা সিপিবির অশোক কুমার আগারওয়াল,  সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক স্বাপন শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে এক বিক্ষোভ মিছিল স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আগামীনিউজ/নাসির