জাতীয় সমবায় দিবস উপলক্ষে শাহজাদপুরে র‍্যালি-সভা 

সিরাজগঞ্জ প্রতিনিধি নভেম্বর ৬, ২০২১, ০৩:৩৯ পিএম
ছবিঃ আগামী নিউজ

সিরাজগঞ্জঃ ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন’ এই স্লোগানে সামনে রেখে  সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শাহজদাপুর উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের  আয়োজনে শনিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও শাহ মোঃ শামসুজ্জোহা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন উপজেলা সমবায় অফিসার মোঃ মারুফ  হোসেন। 

প্রধান অতিথি সমিতির সদস্যদের উদ্দেশ্যে বলেন,দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। শতাব্দী প্রাচীন এ আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে সমবায়ের চেতনাকে প্রবল ও অর্থবহ করে তুলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করা। তিনি দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যন্নোয়নে গণমুখী সমবায় আন্দোলনের স্বপ্ন দেখেছিলেন। সবাইকে  সমবায় সমিতিকে সবসময় দুর্নীতি ও বেআইনি কার্যকলাপ থেকে দূরে থাকার আহ্বান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি  শফিকুর রহমান শফী, বাংলাদেশ মিল্ক ভিটার পরিচালক আব্দুস সামাদ ফরিক, বাঘাবাড়ী বণিক  সমবায়  সমিতির সভাপতি মোঃ নওশের আলী,পরিবহন সমিতির সভাপতি শাহাদাত হোসেন, বিআরডিপির চেয়ারম্যান লুৎফর রহমান প্রমূখ। 

এর আগে  সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সমানে  থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে  আলোচনা সভাস্থলে এসে শেষ  হয়। অনুষ্ঠান পরিচালনা  করেন সেবা সমবায়  সমিতির সভাপতি  আমিনুল ইসলাম  লাবু। 

এসময়  কলেজ শিক্ষক  মোঃ আব্দুর লতিফ সহ সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ ও সফল সমবায় সমিতিকে সনদ প্রদান করা।

আগামীনিউজ/নাসির