ঢাকা: জেলার ধামরাইয়ে খাল পাড় থেকে এক কন্যা নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে ওই নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বুধবার রাত ৩ টার দিকে ওই নবজাতকের কান্নার শব্দে উপজেলার জোয়ার আমতা গ্রামের কৃষক আব্দুর রশিদের ঘুম ভাঙ্গে। তার বাড়ির সামনের খাল পাড় থেকে আসছিল এ কান্নার শব্দ। পরে ঘুম থেকে উঠে খোঁজাখুজি করে ওই খাল পাড়ে গিয়ে এক কন্যা নবজাতক দেখতে পেয়ে উদ্ধার করেন তিনি।
জানা যায়, আব্দুর রশিদ ওই নবজাতকটি উদ্ধারের পরে তার বাড়িতে নিয়ে এক মায়ের দুধ পান করিয়ে কান্না থামান। পরে নবজাতক উদ্ধারের খবর পেয়ে রাতেই এলাকার শতশত মানুষ আব্দুুর রশিদের বাড়িতে ভিড় জমান দেখার জন্য। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। এসময় কন্যা সন্তানহীন অনেকেই নবজাতকটি লালন-পালন করার জন্য নিতে আগ্রহ প্রকাশ করেন।
কৃষক আব্দুর রশিদ জানান, নবজাতক হালকা অসুস্থ থাকার কারণে গত বৃহস্পতিবার দুপুরে পুলিশের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। তবে চিকিৎসকরা জানিয়েছেন নবজাতকটি অনেকটাই সুস্থ্য আছে।
এব্যাপারে ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান বলেন, নবজাতক উদ্ধারের বিষয়টি মুঠো ফোনে শুনেছি। ইউএনও স্যারের সঙ্গে আলাপ-আলোচনা করে ওই নবজাতকের পরিচয় পেতে বা লালন-পালন করতে যা যা করণীয় তার সকল ব্যবস্থাই আমরা করবো।
আগামীনিউজ/ হাসান