কুষ্টিয়াঃ সারা দেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। শুক্রবার ভোড় থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-বাস মালিক এ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘট বাস্তবায়নে দুর পাল্লার ও স্থানীয় সকল পরিবহন বন্ধ রয়েছে।
এ বিষয়ে ঢাকাগামী লালন পরিবহনের মালিক জিতু বলেন, বুধবার জ্বালানি তেলের দাম প্রতি লিটার ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ইতোমধ্যে এই দাম কার্যকর হয়েছে। যেকারণে উচ্চপর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক 'হয় তেলের দাম কমাতে হবে' নইতো ভাড়া বৃদ্ধি করতে হবে। তা না হলে ধর্মঘট চলবে।’
অপরদিকে খুলনা ৭২ শ্রমিক ফেডারেশনের সভাপতি হামিদুল রহমান মঞ্জু জানান, করোনার কারনে দীর্ঘদিন পরিবহন বন্ধ থাকায় শ্রমিকদের অবস্থা শোচনীয় ছিলো আবার নতুন করে ধর্মঘট হওয়ায় অনেকের সংসার চালানো কঠিন হয়ে যাবে।
আগামীনিউজ/নাসির