ব্রাহ্মণবাড়িয়া অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নভেম্বর ৪, ২০২১, ০৩:৩০ পিএম
ছবি : আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলায় ৫০ জন অসচ্ছল নারীকে মজিদ-নাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশেনের পক্ষ থেকে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।

মজিদ-নাহার ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন হিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

প্রেস ক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আল আমিন শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত ও মজিদ-নাহার ফাউন্ডেশনের সহসভাপতি এইচ. এম. জাকারিয়া।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, মজিদ-নাহার ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থাকে। আজকের সেলাই মেশিন বিতরণের মাধ্যমে এসব অসহায় নারীরা স্বাবলম্বী হতে পারবেন। মজিদ-নাহার ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ অসহায়দের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

পরে আলোচনা শেষে অসহায় নারীদের হাতে ৫০ টি সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে মজিদ-নাহার ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন হিটুর হাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য পদের সনদপত্র তুলে দেওয়া হয়।

আগামীনিউজ/নাসির