চুনারুঘাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি নভেম্বর ৩, ২০২১, ০৮:২১ পিএম
ফাইল ছবি

হবিগঞ্জ: জেলার চুনারুঘাট উপজেলায় লাকী আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বুধবার (৩ নভেম্বর) বিকেলে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত লাকী আক্তার (২৪) উপজেলার রাণীগাঁও ইউপির পাঁচেরগাঁও গ্রামের বিজিবি সদস্য আফজাল হোসেন শাহিনের স্ত্রী। 

সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আশরাফ। 

তিনি বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাকীর মরদেহ উদ্ধার করেছে। পরে সুরতহাল রিপোর্ট তৈরী করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

আগামীনিউজ/ হাসান