শ্রীপুরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট!

গাজীপুর প্রতিনিধি নভেম্বর ২, ২০২১, ০৭:০২ পিএম
ছবি: আগামী নিউজ

গাজীপুর: জেলার শ্রীপুরে পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় একই রাতে দু'টি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানায় ভুক্তভোগী পরিবার। 
ডাকাতরা নগদ ৯৫ হাজার টাকাসহ ৮ ভরি স্বর্ণালংকার, একটি মোটরবাইক, লুট করে নিয়ে গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার  দিবাগত রাত আড়াই টার সময় ১০-১৫ জন মুখোশধারী ডাকাত দল বাড়িতে প্রবেশ করে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মইজুদ্দিন (৪৫) এবং পার্শ্ববর্তী মৃত সুরজত আলির ছেলে আলালের (৬৫) বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। এ ঘটনায়  এক বাড়ির মালিক মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সরেজমিনে গেলে ভুক্তভোগী দু'টি পরিবার জানায়, একটি মোটরবাইক, নগদ ৯৫ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০-১১ লাখ টাকার মালামাল লুট হয় তাদের। ডাকাতদের আঘাতে আহত মইজুদ্দিনের বড় মেয়ে মর্জিনা আক্তার জানায়, ডাকাতরা তার বাবার পায়ের হাঁটু ভেঙে দিয়েছে। তিনি এখন ময়মনসিংহ হাসপাতালে ভর্তি রয়েছেন। মাকেও মাথায় আঘাত করা হয়েছে, তিনিও ট্রিটমেন্ট নিচ্ছেন। আমরা এখনো থানায় অভিযোগ দিতে পারিনি, বাবা মাকে সামলাবো না থানায় অভিযোগ করবো? তবে রাতেই থানার পুলিশ ভাইয়েরা এসেছিলেন। দ্রুত থানায় অভিযোগ করবেন বলেও জানান তিনি।

আলাল মিয়ার স্ত্রী রওশানারা জানান, ডাকাতরা আনুমানিক ১০/১২ জন হবে। আমার মেয়ের জামাইয়ের মোটর সাইকেল নিয়ে গেছে। আমার স্বর্ণালঙ্কারও লুট করেছে।

ডাকাতির বিষয়টি নিয়ে পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ারের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাস্থলে ওসি স্যার গিয়েছিলেন তিনি বিষয়টি ভালো বলতে পারবেন। পরে একাধিকবার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলেও কোনো রেসপন্স পাওয়া যায়নি।

আগামীনিউজ/ হাসান