রংপুরঃ জেলার মিঠাপুকুরে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট এর মাধ্যমে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই ব্যক্তির নাম মাসুদ রানা।
মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ক্ষুদ্র মুরাদপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
তিনি বলেন, "মিঠাপুকুর উপজেলার সীমানা ঘেঁষে বয়ে যাওয়া ঘাঘট নদী থেকে বেশ কয়েক দিন ধরে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছিল কয়েকজন ব্যক্তি। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। অভিযোগের প্রেক্ষিতে আজ সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।"
আগামীনিউজ/শরিফ