পীরগাছায় অনলাইন সেশন পরিচালনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২১, ১১:৪৭ পিএম
ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ জেলার পীরগাছায় মাধ্যমিক স্তরের সহকারি শিক্ষকদের মাল্টিমিডিয়া ও অনলাইন সেশন পরিচালনা বিষয়ক তিন দিনের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের আইএলসি ল্যাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) ২০১৯-২০২০ অর্থ বছরের (৪র্থ পর্যায়) এর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া, একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)র প্রতিনিধি কৃষিবিদ আকতার ফারুক, পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের প্রমুখ।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অন্নদানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এবিএম আকতার হোসেন লিটন ও কান্দি কাবিলাপাড়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক রফিকুল বারী।

উপজেলার প্রত্যক বিদ্যালয়ের আইটিসি সমমনা শিক্ষকরা এ প্রশিক্ষণে অংশ নেন।

আগামীনিউজ/শরিফ