গাজীপুর-৩ আসনের এমপি ও হালিম পালোয়ান নামের একজন ঠিকাদারকে জড়িয়ে ফটো এডিট করে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করার মামলায় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে গ্রেপ্তার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
আটক আনোয়ার হোসেন পৌরসভার হ্যামস গার্মেন্টস সংলগ্ন ছাপিলাপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজসহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে তার ফেসবুক আইডি থেকে মিথ্যা বানোয়াট,বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে আসছিল। এ ধরনের অভিযোগের মামলায় আনোয়ার একাধিকবার গ্রেপ্তার হয় এবং হাজতবাস শেষে বেরিয়ে এসে একই কাজ করে আসছিল।
এ ব্যপারে হালিম পালোয়ান এ প্রতিবেদককে জানান, আনোয়ারের নেতৃত্বে ৮/১০ জনের সংঘবদ্ধ চক্র গত ৫ সেপ্টেম্বর বিকেল ৪ টার দিকে আনোয়ার হোসেন নামের আইডি থেকে মানহানিকর একটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন," এমপির ১নং অস্ত্রবাজ হালিম পালোয়ানের হাতের এই অটো শর্টগান কোথায়? প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।"
বিবাদী আনোয়ার আমার ও গাজীপুর -৩ আসনের এমপির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট হয়রানিমূলক পোষ্ট করে আমার ও এমপি'র সামাজিক মান মর্যাদা ক্ষুন্ন করেছেন। এ ঘটনায় গত ১০ অক্টোবর আমি শ্রীপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা দায়ের করেছি। মামলা নং-১১। সেই মামলায় গ্রপ্তার করা হয়েছে আনোয়ারকে।
আগামীনিউজ/ হাসান