তাহিরপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

তাহিরপুর প্রতিনিধি অক্টোবর ৩০, ২০২১, ১০:৪৮ পিএম
ছবি: আগামী নিউজ

সুনামগঞ্জ: “পুলিশেই জনতা' জনতাই পুলিশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে সুনামগঞ্জের তাহিরপুর থানায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।
  
শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার সময় তাহিরপুর থানা পুলিশের আয়োজনে থানা  চত্বরে কমিউনিটি  পুলিশিং ডে এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি হাজী মোশারফ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা সেলিম আখঞ্জি, উপজেলা পূজা পরিষদ এর সভাপতি সুবাস পুরকায়স্থ, তাহিরপুর বাজার জামে মসজিদের ঈমাম মাও. দ্বীন ইসলাম, উজান তাহিরপুর জামে মসজিদের ঈমাম মাও.ছাবিতুর রহমান, তাহিরপুর বাজার বণিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম, সাংবাদিক শওকত হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারন সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ, তাহিরপুর থানার এসআই জহিরুল ইসলাম, সেলিম মিয়া, মিয়া হোসেন প্রমূখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্নীতি, মাদক, অন্যায়-অত্যাচার মুক্ত দেশ গড়তে হলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন, শান্তি প্রিয় দেশ গড়ুন। 

তিনি আরও বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে, ঐক্য বদ্ধ কাজ করুন ।

আগামীনিউজ/ হাসান