অদ্ভুত প্রাণীর আতঙ্কে তালুকজামিরা গ্রামের মানুষ

মানিক সাহা, গাইবান্ধা অক্টোবর ২৯, ২০২১, ১০:৩০ পিএম

মাস দেড়েক আগে মাঠে ঘাস কাটতে যান তালুকজামিরা গ্রামের কৃষক স্থানীয় মসজিদের ইমাম ফেরদৌস সরকার রুকু। তার উপর প্রথম অদ্ভুদ প্রাণীর আক্রমণ ঘটে। হঠাৎ করে তার উপর লাফিয়ে পড়ে অদ্ভুদ প্রাণীটি। হাতের কাস্তে দিয়ে উপর্যুপরী আঘাত করেও রক্ষা পাননি তিনি। তার নাক-মুখ রক্তাক্ত করে পালিয়ে যায় ভয়ংকর প্রাণীটি। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় জেলা সদর হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কিছুটা সুস্থ্য হয়ে বাড়ি ফেরার পর জ্বরে আক্রান্ত হয়ে ১৮ দিন পর মারা যান রুকু।

র্সবশেষ ঘটনা ঘটে গত রবিবার সকালে। দাদার বাড়ি থেকে পাশেই নিজ বাড়িতে ফেরার পথে হঠাৎ দশ বছরের শিশু রাব্বীর উপর আক্রমণ করে জন্তুটি। থাবা বসায় তার বুক, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশে। শিশুটির চিৎকার শুনে তার মা এগিয়ে আসলে তার উপরেও হামলে পড়ে প্রাণীটি। শেষ পর্যন্ত আরেক প্রতিবেশীর লাঠির তাড়া খেয়ে পালিয়ে যায় অদ্ভুদ আকৃতির পশুটি।