কুষ্টিয়াঃ জেলার ভেড়ামারা উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ টি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন ধরমপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (প্রতীক আনারস) ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক।
জুনিয়াদহ ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (প্রতীক আনারস) ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান।
চাঁদগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (প্রতীক মটরসাইকেল) উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজিবুল হক মুকুল।
এ সকল বিদ্রোহী প্রার্থীরা দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগের কান্ডারী হিসেবে তারা তাদের রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তুলেছিল প্রতিটি ইউনিয়নে। রয়েছে এলাকায় যথেষ্ট পরিমান সুনাম ও দলীয় আধিপত্য এবং ভোটারদের প্রভাব।
আসন্ন ইউপি নির্বাচনে এসকল বিদ্রোহী প্রার্থীরা আওয়ামী লীগের ভোটকেন্দ্রের আঘাত হানতে পারে বলেও স্থানীয় রাজনৈতিক মহলের অভিযোগ।
তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে রাজনৈতিক প্রতীক ছাড়া অন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদের নির্বাচনে যোগদান করায় দলীয় পদ থাকবে না বলে দলের হাইকমান্ড সূত্রে জানা গেছে।
আগামীনিউজ/নাসির