দৌলতখানে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

দৌলতখান (ভোলা) প্রতিনিধি অক্টোবর ২৭, ২০২১, ০৪:২৯ পিএম
ফাইল ছবি

ভোলা: জেলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে রিপা (১৫) নামে দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চান কাজী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

রিপা ওই বাড়ির রফিকুল ইসলাম হাওলাদারের মেয়ে। সে উপজেলার জয়নুল আবেদীন ল্যাবোরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল।

নিহতের স্বজনরা জানান, রিপা দীর্ঘদিন যাবত মৃগী রোগে আক্রান্ত ছিল। বুধবার সকালে ভাতের চাল ধোয়ার জন্য সে ঘরের পেছনের পুকুর ঘাটে যায়। এ সময় তার মা ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে তার মা তাকে ঘরে না দেখে পুকুর ঘাটে যান। ঘাটে চাল ছড়ানো ছিটানো অবস্থায় চালের পাত্র পড়ে থাকতে দেখে রিপা মৃগী আক্রান্ত হয়ে পানিতে পড়ে যেতে পারে বলে তার মায়ের সন্দেহ হয়। এ সময় তিনি পানিতে নেমে রিপাকে ডুবন্ত অবস্থা থেকে তুলে আনেন। সাথে সাথে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে থানার ওসি বজলার রহমান বলেন, মৃত ছাত্রী মৃগী রোগী হয়ে থাকলে থানায় সাধারণ ডায়রী করা হবে।

আগামীনিউজ/ হাসান