রাজারহাটে নদীভাঙন-বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি অক্টোবর ২৩, ২০২১, ১১:১৮ পিএম
ছবিঃ আগামী নিউজ

কুড়িগ্রামঃ জেলার রাজারহাটে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। এসময় তিনি ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন।

জানা গেছে,শনিবার বিকেলে উপজেলার উপজেলার ঘড়িয়াল ডাঁঙা ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় অবস্থিত গতিয়াশাম এবং বিদ্যানন্দ ইউনিয়নের কালির হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরে নামাভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঠে ত্রাণ সামগ্রী বিতরন করেন।

এসময় রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, রংপুর বিভাগীয় ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোজাহিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা  নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম,ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবুু,রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজীবুল করিম,ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান রবীন্দ্র নাথ কর্মকার,বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুমন কুমার রায় সহ অনেকে উপস্থিত ছিলেন। 

এরআগে দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।

আগামীনিউজ/শরিফ