মুন্সীগঞ্জে কালী মন্দিরের প্রতিমা ভাংচুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি অক্টোবর ১৬, ২০২১, ০৪:৩১ পিএম
ছবি: আগামী নিউজ

মুন্সীগঞ্জ: জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দনিয়াপাড়া মহাশ্মশান কালী মন্দিরের কালী প্রতিমাসহ  ছয়টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ অক্টোবর) সকালে ওই কালী মন্দিরে গিয়ে প্রতিমা গুলো ভাঙ্গা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

এরআগে, শুক্রবার (১৫ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় প্রতিমা গুলো ভাংচুর করা হয়। 

দনিয়াপাড়া কালী মন্দিরের সাধারন সম্পাদক শুভ্রতা দেবনাথ ভানু বলেন, সকালে মন্দিরে এসে মন্দিরে প্রবেশপথের তালা ভাঙা এবং টিনের চালা কাটা দেখতে পাই।পরে মন্দিরে ঢুকে দেখি সমস্ত প্রতিমা ভাংচুর করা হয়েছে।কে বা কারা এটা করেছে তা এখনও জানতে পারি নাই।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ জানান, সিরাজদিখানের দনিয়াপাড়া মহাশ্মশান কালী মন্দিরের কয়েকটি প্রতিমা ভাংচুর করা হয়েছে বলে জানতে পেরেছি।ঘটনাটি নিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

সহকারী পুলিশ সুপার(সিরাজদিখান সার্কেল) রাশেদুল ইসলাম জানিয়েছে, প্রতিমা ভাংচুরের ঘটনাটি নিয়ে তদন্ত করা হচ্ছে।তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আগামীনিউজ/ হাসান