সুন্দরগঞ্জে পাটবীজ চাষী প্রশিক্ষণ কর্মশালা

সুন্দরগঞ্জ প্রতিনিধি অক্টোবর ৯, ২০২১, ০৩:৫১ পিএম
ছবি : আগামীনিউজ

গাইবান্ধাঃ ‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে পাটবীজ চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ১’শ জন পাটবীজ চাষীকে নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক আকলিমা আহসান।

এসময় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (রংপুর) মো. রেজাউল করিম, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ মো. সোলায়মান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাইদুল হক বীর, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম শামছুল হক, কোষাধ্যক্ষ সুুুুুুুুুুুদীপ্ত শামীম, কৃষক শফিকুল ইসলাম, হায়দার আলী প্রমূখ।