পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৯, ২০২১, ১২:০১ এএম
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরঃ জেলার পার্বতীপুরে স্কুল পড়ুয়া এক চতুর্থ শ্রেণীর ছাত্র ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে।

শুক্রবার (০৮ অক্টোবর) সকালে দোলনচাপা আন্তনগর ট্রেন পার্বতীপুর থেকে রংপুর যাওয়ার সময় সুন্দরীপাড়া রেলগেটের অদূরে।

জানা যায়, স্কুল পড়ুয়া আব্দুর রহিম মাহমুদ (১১) নামক ফুটফুটে শিশুটি শখের বশে পালিত খরগোশের ঘাষ কাটতে রেল লাইনের ধারে গিয়েছিল। ঘাষ সংগ্রহের এক পর্যায়ে ট্রেন এসে তাকে ধাক্কা দিলে সে ছিটকে রেল লাইনের বাইরে পড়ে যায়। অজ্ঞান হয়ে যায় এবং মাথা ফেটে মগজ বের হয়ে যায়।

সে কিছুক্ষণ অজ্ঞান অবস্থায় লাইনের ধারে পড়ে থাকে। প্রতক্ষদর্শী প্রতিবেশী এক ছেলে ঘটনাটি দেখতে এলাকায় খবর দিলে এলাকায় হৈ-হুল্লোড় পড়ে যায়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটি আলো স্কুলের ছাত্র। সে সুন্দরীপাড়া গ্রামের ফরহাদ আলীর ছেলে।

আগামীনিউজ/শরিফ