অভিযানে নামা ইউএনও‍‍`র বোটে ধাক্কা দিয়ে পালাল ইলিশভর্তি ট্রলার

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৮, ২০২১, ০৮:৩৭ পিএম
ছবিঃ সংগৃহীত

বরিশালঃ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষার অভিযানে নামা ইউএনও’র স্পিড বোটে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে ইলিশভর্তি জেলেদের একটি ট্রলার।এ সময় ইউএনও’র সঙ্গে থাকা দুই আনসার সদস্য আহত হয়েছেন। এছাড়া একজনের শটগান নদীতে পড়ে গেছে।

শুক্রবার (০৮ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদার বাড়ি ঘাট সংলগ্ন গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জের ইউএনও শাহাদাত হোসেন মাসুদ বলেন, ‘শুক্রবার সকালে খবর আসে, ইঞ্জিনচালিত একটি ট্রলার নদীতে ইলিশ শিকার করছে। ওই ট্রলার ইলিশে ভরে গেছে। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে ওই স্থানের উদ্দেশে রওনা হই। সিকদারবাড়ি ঘাট এলাকায় পৌঁছানো মাত্র ইলিশবোঝাই ট্রলারটি আমাদের বহনকারী স্পিড বোটের মাঝামাঝি স্থানে সজোরে ধাক্কা দেয়। এতে স্পিডবোটে থাকা দুই আনসার সদস্য মো. ইব্রাহীম ও মো. তুহিন আহত হয়।’

তিনি আরও বলেন, ‘আনসার তুহিনের কাছে থাকা শটগানটি নদীতে পড়ে যায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই শক্তিশালী ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলারটি ঘটনাস্থল ত্যাগ করে। বরিশাল রিভার ফায়ার সার্ভিসের স্টেশনের ডুবুরিরা অস্ত্রের সন্ধান চালাচ্ছে। এ ঘটনায় আইনি নেওয়া হবে।’

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ইউএনও’র ওপর হামলাকারীদের বিরুদ্ধে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আগামীনিউজ/শরিফ