তারাগঞ্জে পারস্পারিক শিখন কর্মসূচি কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২১, ০৯:২৭ পিএম
ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ জেলার তারাগঞ্জে স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি)’র উদ্যোগে পারস্পারিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানীকি করণ প্রকল্প বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর )তারাগঞ্জ উপজেলা হল রুমে  হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন বাংলাদেশ এর সহযোগীতায় দিন ব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিন ব্যাপি এ কর্মশালায় তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান।এসময় আরও উপস্থিত ছিলেন হেলভেটাস ইন্টারন্যাশনাল এর কো-অপারেশন কনসালটেন্ট মিলন চৌধুরী।

সমাপনি অনুষ্ঠানে বক্তারা বলেন,স্থানীয় সরকারে উত্তম চর্চা বাছাই ও চিহ্নিত করে মাঠ পর্যায়ে সুশাসন, সংবিধান ও জাতি গঠনে একটি বলিষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। স্থানীয় সরকারের অনেক বিষয়ে ভালো চর্চার রয়েছে। সেই ভালো চর্চাগুলো অন্যান্য এলাকায় ছড়ানোর মাধ্যমে সকলকে উদ্বুদ্ধ করার এখন সুযোগ রয়েছে।

কর্মশালায় গণতান্ত্রিক পদ্ধতিতে উপজেলার পাঁচটি ভালো শিখন বাছাই করা হয়।এতে তারাগঞ্জ উপজেলা পর্যায়ের  কর্মকতা ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের প্রতিনিধি ও ইউপি সচিবগণ সহ ৩০ জন অংশগ্রহণ করেন।

আগামীনিউজ/শরিফ