গড়াই পারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি অক্টোবর ৫, ২০২১, ১০:৩০ পিএম
ছবিঃ আগামী নিউজ

কুষ্টিয়া: শহরের গড়াই নদীর পারে স্থাপিত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ মুহাইমিন আল জিহান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দীন জানান, শহরের গড়াই নদীর এক পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দীর্ঘদিন ধরে একদল দখলদার অবৈধ স্থাপনা গড়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছে। 

তাদের দখলের কারণে বর্ষা মৌসুমে গড়াই নদীর বাঁধ ভেঙে শহর তালিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাদের বার বার নোটিশ দেওয়া হলেও এবিষয়ে তারা কর্ণপাত করেনি। এ কারণে গত আগষ্ট মাসে প্রেস ব্রিফিংএর মাধ্যমে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য সময় বেঁধে দেওয়া হয়। 

অবশেষে আজ মঙ্গলবার তাদের উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের সময় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সদর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/শরিফ