গোবিন্দগঞ্জে গ্রাম পুলিশরা পেলেন নতুন বাইসাইকেল 

গাইবান্ধা প্রতিনিধি অক্টোবর ৫, ২০২১, ০৫:৩২ পিএম
ছবি: সংগৃহীত

গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নে কর্মরত ১৭০ জন গ্রাম পুলিশ পেলেন নতুন বাইসাইকেল। স্থানীয় সরকারের অর্থায়নে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় নজরদারী বাড়িয়ে অপরাধ দমনের লক্ষ্যে গ্রাম পুলিশের কাজকে আরও গতিশীল করতে এই সাইকেল বিতরন করা হয়। 

মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ সাইকেল বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার জনগণের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এজন্যই গ্রাম  পুলিশের কাজকে গতিশীল তাদেরকে শক্তিশালী করতে নানামূখী পদক্ষেপ নিয়েছেন। অতীতের যেকোন সময়ের চেয়ে গ্রাম পুলিশরা বর্তমানে বেশী বেতন-ভাতা ভোগ করছেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট সহ অন্যান্য অতিথিবৃন্দ।