খোকসায় পূজা উৎযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা

কুষ্টিয়া প্রতিনিধি অক্টোবর ৫, ২০২১, ০৫:২১ পিএম
ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: জেলার খোকসা উপজেলা দূর্গাপূজা উৎযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(৫ অক্টোবর) সকালে থানা কম্পাউন্ডারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আতিকুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত)  মামুনুর রশিদ, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুধাংশ কুমার বিশ্বাস মাধব, কালিবাড়ি খোকসা কালীবাড়ি সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখও।

বক্তারা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিজেদের কম্মুনিটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে ২৪ ঘন্টা নিরাপত্তা কল্পে পুলিশি সহায়তা কামনা করেন। 

প্রতিমা ভাঙচুর ও অনাকাঙ্ক্ষিত এরকম ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলে জানানো হয়েছে। 

প্রীতি বজায় রেখে শসা ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে সকলকে আরো সচেষ্ট হওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগণ। 

ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভায় সকলকে আসন্ন দুর্গাপূজা সঠিক ভাবে উদযাপন করবে পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে আইন শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি  বজায় রাখার জন্য একে অপরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হন। 

উল্লেখ্য এবারের দূর্গা পুজা উপজেলায় মোট ৫৩ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে।