পীরগাছায় ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী রবু সরদার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি অক্টোবর ২, ২০২১, ০৩:১১ পিএম
ছবি : আগামী নিউজ

রংপুরঃ আর এক মাস পর শুরু হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন রংপুরের পীরগাছা উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা। চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারনায় মুখর হয়ে পড়েছে পাড়া-মহল্লা ও চায়ের দোকানে। প্রার্থীর প্রচারণা উৎসবমুখর করতে শুরু করেছে মোটর সাইকেল শোডাউন ও ব্যাপক প্রচার-প্রচারনা।

আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন চেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারনা শুরু করেছেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মো. রওশন জমির রবু সরদার। তিনি উপজেলার ৬নং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে মোটর সাইকেল শোডাউন করছেন। একই সঙ্গে কর্মী-সমর্থক নিয়ে গ্রামে গ্রামে ভোটারদের কাছে দোয়া কামনা করেন। মো. রওশন জমির রবু সরদার এর আগে ওই ইউনিয়নের তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং গতবার ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ওই এলাকার দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি ইতোমধ্যে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা দিয়েছেন।  

দেখা যায়, প্রতিনিয়ত নির্বাচনী এলাকা যেমন- পশ্চিমদেবু, পরাণ, প্রতিপাল, বিরবিরিয়া, বীরনারায়ণ, নেকমামুদ, রামগোপাল, সোনারায়, তাম্বুলপুর, ঘগোয়া, রহমতচর, চর তাম্বুলপুর, নটাবাড়ীসহ বিভিন্ন জায়গা ঘুরে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. রওশন জমির রবু সরদার বিএনপির শাসনামলে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তৃণমূল আওয়ামীলীগকে টিকিয়ে রাখতে তার অবদান অপরিসীম।

মো. রওশন জমির রবু সরদার বলেন, আমি তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম এবং গতবার আমি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হই। আসন্ন ৬নং তাম্বুলপুর ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন চাই। দল আমাকে মনোনয়ন দিলে ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আবার জয়ী হতে পারব বলে আশা করি।