শিবালয়ে দূর্গা মন্দিরে প্রতিমা তৈরীর ধুম

নিরঞ্জন সুত্রধর, শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি অক্টোবর ১, ২০২১, ০৭:৩৭ পিএম
ছবিঃ আগামী নিউজ

মানিকগঞ্জঃ জেলার শিবালয় হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব দূর্গা পুজার আর মাত্র অল্পকয়েক দিন বাকি। উপজেলার প্রতিটি দূর্গা মন্দিরে পাল সস্প্রদায়ের লোকজন প্রতিমা তৈরী করতে ব্যাস্ত সময় পার করছেন। উপজেলার মন্দির মন্দির চলছে এখন প্রতিমা তৈরী করার ধুম। সকাল থেকে শুরু করে পাল সস্প্রদায়ের লোকজন গভীর রাত পর্যন্ত প্রতিমা তৈরী করছেন। আজ শুক্রবার (১ অক্টোবর) উপজেলার উথলী কাপড়া বাড়ী সার্বজনীন  শ্রী শ্রী দুর্গা মন্দির দূর্গা প্রতিমা তৈরী করছেন বিজয় পালসহ পাল সস্প্রদায়ের লোকজন। 

বিজয় পাল জানান, দুর্গা পূজার আর মাত্র অল্প কয়েক দিন বাকি। কিন্তঁ তিনি শিবালয়, ঘিওর, সাটুরিয়া, হরিরামপুসহ দেশের বিভিন্ন অঞ্চলের ১৭টি প্রতিমা তৈরীর কাজ নিয়েছেন। প্রতিটি প্রতিমা তৈরী করতে দেড় থেকে দুই মাস সময় লাগে। তিনি ৮-৯ জন প্রতিমা তৈরীর কারীগড় নিয়ে কাজ করছেন। এ কারনে প্রতিমা তৈরীর কাজ রাত জেগে হলেও করতে হচ্ছে। প্রতিমা তৈরীর পর এক একটি প্রতিমা রংতুলি করতে প্রায় দুই দিন করে সময় লাগে। প্রতিমা না শুকিয়ে রং করে প্রতিমা সুন্দর হয় না। একারনে পূজা শুরু হওয়ার প্রায় ৪-৫দিন আগেই প্রতিমার গায়ে মাটি লাগানোর কাজ আগেই শেষ করতে হয়। যে প্রতিমা বেশি শুকানো হবে সে প্রতিমা তত বেশি সুন্দর দেখা যাবে। 

কার্তিক ও গনেশ পাল জানান, এ উপজেলাসহ ২৮টি দুর্গা প্রতিমা তৈরীর কাজ নিয়েছেন তিনি। সময় স্বল্পতার কারনে রাত জেগে প্রতিমা তৈরী করতে হচ্ছে তাদেরকে। এদিকে প্রতিটি দূর্গা মন্দিরের সামনে বিশাল বিশাল গেট তৈরী করার প্রস্তুতি নিচ্ছেন মন্দির কমিটির লোকজন। পূজা শুরু হওয়ার এক দেড় সপ্তাহ আগেই প্রতিটি মদিরের সামনে গেট তৈরী করা হয়। 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এ্যাড. সুকুমার সরকার জানান, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা করতে পারবেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ উপজেলায় পূজার সময় কোন ধরনের সমস্যা হয় না। এছাড়া আমরা পুজা উদযাপন পরিষদর পক্ষ থেকে প্রতিদিন প্রতিটি দুর্গা মন্দির পরিদর্শন করি। উপজেলার কোন এলাকার দূর্গা মন্দির ঝুঁকিপুর্ণ মনে হলে পুলিশ প্রশাসনকে অবহিত করি। তবে গত ২-৩ বছর ধরে এ উপজলায় কোন মন্দির ঝুঁকিপুর্ণ নেই। 

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রথীন সাহা জানান, এ উপজলায় এবার ৮০টি দূর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এ উপজেলায় কোন ঝুঁকিপূর্ণ মন্দিরেে কথা এখনও শোনা যায়নি। আগামী ১১ অক্টোবর দূর্গা পূজা শুরু হবে। 

শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, হিন্দু সস্প্রদায়ের দূর্গা পুজার সময় কড়া নিরাপত্তা দেওয়া হবে। কোন ধরনের অপ্রতিকর ঘটনা ঘটার আশংকা নেই।

উপজেলা নির্বাহী অফিসার জসমিন সুলতানা জানান, উপজেলার সব মন্দির কমিটির সভাপতি সাধারন সম্পাদকদেরকে নিয়ে মতবিনিময় সভা করা হবে। কোন এলাকার মন্দির ঝুঁকিপুর্ণ থাকলে সেখানে প্রয়াজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পূজার সময় কোন মন্দিরে অপ্রতিকার ঘটনা ঘটতে দেওয়া হবে না। এ উপজলায় হিন্দু ধর্মালম্বীরা শান্তিপূর্ণভাবে পূজা করতে পারবেন।

আগামীনিউজ/বুরহান