রাজশাহীঃ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নার্সিং ভর্তি পরীক্ষা। শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঢাবি ভর্তি পরীক্ষা এবং বেলা ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক), রাজশাহী কলেজ নিউ ডিগ্রি কলেজ, সরকারী সিটি কলেজ, কলেজিয়েট স্কুল এন্ড কলেজে নার্সিং প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাবিতে ঢাবির ক ইউনিটের এমসিকিউ ও লিখিত পরীক্ষা হয়। আর বিকেলে ডিপ্লোমা ইন নার্সিং ও বিএসসি ইন নার্সিং কোর্সে পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা।
এদিন ঢাবির জন্য ১৪ হাজার ৩’শ ৪৬ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিতির তেমন কোনো নজির দেখা যায়নি। বেলা ১১টার কিছু পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ উর্ধতন কর্তৃপক্ষ পরিদর্শন করেন। এছাড়া নার্সিং ভর্তি পরীক্ষায় বেশ উপস্থিতি ছিল শিক্ষার্থীদের। যদিও অংশগ্রহণকারীদের সঠিক সংখ্যা জানানো হয়নি।
জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। জালিয়াতির কোনো সুযোগ নেই। তবে বাকি ইউনিটের পরীক্ষাগুলোতে এরপরও কেউ অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামীনিউজ/বুরহান