ঢাকাঃ পথশিশু রজব আলী রাজবাড়ী থেকে কুষ্টিয়া যাওয়ার জন্য খুলনাগামী ‘নকশীকাঁথা’ মেইল ট্রেনে চড়ে। কিন্তু পথিমধ্যে চলন্ত ট্রেনের নিচে পড়ে দুই হাত হারিয়েছে সে।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে কুমারখালী উপজেলার চড়াইকোল রেল স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালটির ১ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন।
হাসপাতালে রজবের পরিচর্যায় আছে তারই চার বন্ধু, তারাও পথশিশু!
তাদের আর্থিক কোনো সামর্থ্য না থাকলেও রয়েছে বন্ধুর প্রতি অসীম ভালোবাসা। পেটে ক্ষুধা আর অপুষ্টি, অনাহারে থেকে রাত জাগার ক্লান্তি সহ্য করতে পারেনি তারা। তাই নিজেদের অজান্তেই কখন যেন বন্ধু রজবের পাশেই ঘুমিয়ে পড়েছে তারা।
ছবিটিতে ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্ধু বন্ধুই! এখানেই বন্ধুত্বের প্রকৃত সৈন্দর্য। আর এভাবেই সমাজে বন্ধুত্ব টিকে আছে আস্থা-ভালোবাসায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানান, রজব আলী আশংকামুক্ত। সহায় সম্বলহীন পথশিশু হওয়ায় তার চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর রাখছে কুষ্টিয়ার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
আগামী নিউজ/শরিফ