শ্রীপুরে যুবদলের ২০ নেতাকর্মীর পদত্যাগ

গাজীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৯:৩২ পিএম
ছবি: আগামী নিউজ

গাজীপুর: শ্রীপুরে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌর যুবদলের কমিটি ঘোষণা করার প্রতিবাদে গাজীপুর জেলা যুবদল থেকে ২০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ পদত্যাগের ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সহ-সভাপতি লিয়াকত আলী জানান, গত ২৩ সেপ্টেম্বর শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে যারা স্থান পেয়েছেন শ্রীপুরের রাজনীতিতে তাদের কোন সম্পৃক্ততা নেই। এদের মধ্যে এক নাম্বার যুগ্ম আহবায়কের বাড়ি পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলায়। ঘোষিত কমিটির নেতারা তাদের নিজ নিজ ইউনিয়ন থেকেও বিতাড়িত। তারা অভিযোগ করেন, শ্রীপুরের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে শ্রীপুর উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। তাই গাজীপুর জেলা যুবদলের কমিটিতে স্থান পাওয়া শ্রীপুরের সব নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। 

গাজীপুর জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির জানান, যুবদলের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। 

প্রসঙ্গতঃ, গত ২৩ সেপ্টেম্বর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদলের গাজীপুরের শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌর শাখার কমিটি ঘোষণা দেওয়া হয়। এতে গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার আতাউর রহমান মোল্লাকে আহবায়ক, সারোয়ার হোসেন শেখকে সিনিয়র যুগ্ম আহবায়ক, মাইদুল হাসান খানকে সদস্য সচিব ও আরিফ হোসেনকে প্রথম সদস্য এবং শ্রীপুর পৌর শাখার আনোয়ার হোসেন বেপারীকে আহবায়ক, সেলিম আহম্মেদকে সিনিয়র যুগ্ম আহবায়ক, আবু তাহের প্রধানকে সদস্য সচিব ও শাহজাহান সজলকে প্রথম সদস্য পদে নির্বাচিত করা হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নীরবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ঢাকা বিভাগীয় জেলা মহানগরের সুপারিশকৃত গাজীপুরের এ দুইটিসহ যুবদলের চারটি কমিটির অনুমোদন দেওয়া হয়। স্থানীয় তৃণমূলের পরীক্ষিত, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এ দু’কমিটি ঘোষণা করার অভিযোগে ইতোমধ্যে (২৪ সেপ্টেম্বর) শ্রীপুর পৌর শহর ও মাওনা চৌরস্তায় বিক্ষোভ, ঝাড়– মিছিল করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা। ওই কমিটি বাতিলের দাবীতে আলটিমেটাম দিয়েছিল তারা। কমিটি বাতিল না করায় বুধবার (২৯ সেপ্টেম্বর) জেলা যুবদলের ২০ জন নেতাকর্মী পদত্যাগ করেন।