পার্বতীপুর স্বাস্থ্য কমপ্লেক্স পেল ১৫ অক্সিজেন কনসেন্ট্রেটর

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৩:৩৫ পিএম
ছবি: আগামী নিউজ

দিনাজপুর: উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র অর্থায়নে ২০১৯-২০ অর্থ বছরে কোভিড-১৯ মোকাবেলায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর যন্ত্র প্রদান করা হয়েছে

বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহেল মাফি’র হাতে এসব উপকরণ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। 

অনুষ্ঠানে অক্সিজেন কনসেন্ট্রেটর ছাড়াও ১০টি পাল্স অক্সিমিটার, ১৫ টি কোভিড-১৯ মাস্ক, মেজার ভলিউমসহ ১১টি ইউরিন কালেক্টর ব্যাগ ও ৪০টি জীবানু নাশক সাবান প্রদান করা হয়।

জাপান ইন্টার ন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগীতায় স্থানীয় সরকার বিভাগ এসব কোভিড-১৯ প্রতিরোধ সামগ্রী সরবরাহ করে। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন, জাইকা’র প্রতিনিধি ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আখতার আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

একই অনুষ্ঠানে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক কর্মসূচির আওতায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার ১০ ইউনিয়নের ৪৯ হতদরিদ্র পরিবারের মাঝে ৫৩ বান্ডেল ঢেউটিন, প্রত্যেক পরিবারকে নগদ ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।