নাটোরে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে কারাদণ্ড 

নাটোর প্রতিনিধি সেপ্টেম্বর ২৯, ২০২১, ১২:৪৫ পিএম
ছবি : আগামী নিউজ

নাটোরঃ অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে নাটোরের গুরুদাসপুরের ২ ব্যাবসায়ীকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।
 
মঙ্গলবার রাতে ওই রায় ঘোষণা করেন গুরুদাসপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট, আবু রাসেল।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানী কমান্ডার সানরিয়া চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত শাহীন শেখ (৪০) গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় এলাকার মোহাম্মদ আলী শেখের ছেলে ও  আব্দুর রউফ (৫৭), চাঁচকৈড় পুরানপাড়ার ফজলুর রহমানের ছেলে।

কোম্পানী কমান্ডার সানরিয়া চৌধুরী বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁচকৈড় বাজারে অভিযান চালায় নাটোর র‌্যাব সদস্যরা। এসময় চাচকৈড় বাজার এলাকায় ৭ লক্ষ মিটার বিভিন্ন কোম্পানীর ৩,৫০০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।

এসময় ওই জাল বিক্রির দায়ে ২ ব্যাবসায়ীকে আটক করা হয়। পরে  নিষিদ্ধ কারেন্ট জাল সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের অপরাধে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(২) (খ) ধারা মোতাবেক প্রত্যেককে ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এসময় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় জব্দকৃত কারেন্ট জাল ।