নাটোরঃ ডাক্তারি ডিগ্রী অর্জন না করে প্রেসক্রিপশন করা আইনে নিষিদ্ধ। তবুও তিনি প্যাডে লিখতেন ডাক্তার। রোগী দেখে লিখতেন প্রেসক্রিপশন। যা রীতিমত রোগীদের সাথে প্রতারণা করার শামিল। অবশেষে র্যাবের অভিযানে আটক হয়ে তাকে গুনতে হলো জরিমানা। তাকে পাঠানো হয়েছে কারাগারে।
মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে ওই রায় ঘোষণা করেন গুরুদাসপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট আবু রাসেল।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর র্যাব অফিসের কোম্পানী কমান্ডার সানরিয়া চৌধুরী।
দন্ডপ্রাপ্ত এ এস আজাদ (৬২) গুরুদাসপুর উপজেলার পারগুরুদাসপুর এলাকার হাসেন আলী মুন্সির ছেলে।
কোম্পানী কমান্ডার সানরিয়া চৌধুরী বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁচকৈড় বাজারে অভিযান চালায় নাটোর র্যাব সদস্যরা। এসময় ডিগ্রি না থাকলেও ডাঃ লেখা এবং অবৈধভাবে প্রেসক্রিপশন করার অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক আজাদকে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।