পীরগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি সেপ্টেম্বর ২৮, ২০২১, ০৪:৩১ পিএম
ছবি: আগামী নিউজ

পীরগাছা (রংপুর): বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রংপুরের পীরগাছা উপজেলা শুরু হয়েছে গণটিকার কার্যক্রম। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত চলে এ টিকার কার্যক্রম। 

সকালে শুরুতেই উপজেলার তাম্বুলপুর স্বাস্থ্য কেন্দ্রে গণটিকার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আল-হাজ্জাজ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৯টি ইউনিয়নে ২৭টি বুথে এ গণটিকার কার্যক্রমে চলছে। প্রতিটি ইউনিয়নে তিনটি বুথ থাকবে, প্রতিটি বুথে ৫শ জনকে টিকা দেয়া হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আল-হাজ্জাজ বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। আজ আমরা ১৩হাজার ৫০০জনকে করোনার টিকা দিতে পারবো।

গণটিকার কেন্দ্রগুলো হচ্ছে, ছাওলা ইউনিয়নের কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইটাকুমারী ইউনিয়ন পরিষদ, কল্যাণী ইউনিয়ন পরিষদ, অন্নদানগর ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্র, পারুল ইউনিয়ন পরিষদ, পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ, কৈকুড়ী ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্র ও কান্দি ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্র।