সুন্দরগঞ্জে গৃহবধুকে উত্যক্ত,মুছলেকায় মিলল মুক্তি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৭:৪৩ পিএম

গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে গৃহবধুকে উত্যক্তের অভিযোগে আটক নিত্যানন্দ (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীকে মুছলেকায় মুক্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দুপুরে এ আদেশ প্রদান করেন আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ। 

নিত্যানন্দ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দক্ষিণ কালির খামার গ্রামের নিপেন্দ্র নাথের ছেলে ও ধুবনি কঞ্চিবাড়ি কলেজের শিক্ষার্থী।

জানা যায়, একই গ্রামের শ্যামল চন্দ্র রায়ের কন্যাকে দীর্ঘদিন থেকে নিত্যানন্দ উত্যক্ত করে আসছিলেন। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে শ্যামল চন্দ্র তার মেয়েকে অন্যত্র বিয়ে দেন। এরপরও নিত্যানন্দের উত্যক্ত বন্ধ হয় না। এরই এক পর্যায়ে ওই গৃহবধূর সংসার বিচ্ছেদের উপক্রম হয়। পরে মেয়ের বাবা কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগের ভিত্তিতে গত রোববার বিকেলে নিত্যানন্দকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরদিন সোমবার দুপুরে পুলিশ আটক নিত্যানন্দকে ভ্রাম্যমাণ আদালতে নেন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'গৃহবধুকে উত্যক্তের দায়ে পুলিশ নিত্যানন্দকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ওই গৃহবধুকে আর কখনো উত্যক্ত করবে না মর্মে নিত্যানন্দ ও তার পিতা মুছলেকা দিলে তাকে মুক্তি দেয়া হয়।'