চট্টগ্রামঃ জেলার হাটহাজারীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেরদৌসী বেগম (৫৭) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
এছাড়াও স্কুল খোলার পর গত দুই সপ্তাহে উপজেলায় আরও তিন শিক্ষকের করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম ।
তিনি জানান, ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ওই স্কুলের আর কারও করোনা আক্রান্ত হওয়ার খবর পাইনি। এছাড়া অন্য স্কুলের আরও তিনজন শিক্ষক করোনা আক্রান্ত হয়েছেন।
তিনি আরও বলেন, স্কুল খোলার পরই তারা করোনা আক্রান্ত হয়েছেন। ফেরদৌসি বেগম সুস্থ ছিলেন। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যান। তিনি যেদিন থেকে অসুস্থবোধ করেছেন সেদিন থেকে বিদ্যালয়ে আসেননি। শিক্ষা অফিস থেকেও তাকে স্কুলে না আসার জন্য বলা হয়েছিল। যে শিক্ষকরা আক্রান্ত হয়েছেন তাদেরকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। এছাড়া সব স্কুলে শিক্ষক-শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। যখনই কারও করোনা শনাক্ত হচ্ছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, ২২ সেপ্টেম্বর পৌরসভার হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিনা আক্তার, ২০ সেপ্টেম্বর উপজেলার ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম, ১৮ সেপ্টেম্বর উত্তর মাদার্শা মাহলুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চিতা বড়ুয়া ও উত্তর বুড়িশ্চর রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্মৃতি দত্ত করোনাভাইরাসে আক্রান্ত হন। অন্যদিকে, সহকারী শিক্ষক সাহিনা আক্তারের স্পর্শে আসায় রোববার (২৬ সেপ্টেম্বর) হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামসহ ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।