নেই সংযোগ সড়ক, কাজে আসছে না ৪০ লাখ টাকার সেতু

শামসুল আলম,ঠাকুরগাঁও প্রতিনিধি সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৯:১৩ পিএম
ছবিঃ আগামী নিউজ

ঠাকুরগাঁওঃ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি গড়িয়ালি গ্রামে খালের ওপর নির্মিত সেতুটি সংযোগ সড়ক না থাকায় কোনো সাধারণ মানুষের চলাচলে কোন কাজে আসছে না।সংযােগ সড়ক না থাকার কারনে নির্মাণের পর থেকেই অব্যবহৃত রয়েছে এই সেতুটি।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সেতু ও কালভার্ট নিমার্ণ প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থবছরে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ৪০ লাখ টাকা।

সরেজমিনে গিয়ে জানা যায়, গড়িয়ালি গ্রামের হিন্দুপাড়া সংলগ্ন খালের ওপর সেতুটি দৃশ্যমান থাকলেও ২ পাশে নেই কোনাে সংযোগ সড়ক। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটেও তেমন কোন মানুষ যাতায়াত করছে না। এর ফলে সেতুটি স্থানীয়দের কোনো কাজে আসছে না।

ওই গ্রামের সিরাজুল মিয়া বলেন, খালের ওপর সেতুটির এখনও সংযোগ সড়ক নেই। সেতু হলেও রাস্তা না হওয়ায় এটা আমাদের কোনাে কাজে আসছে না।

একই গ্রামের আশির উদ্দিন নামে আর এক ব্যাক্তি বলেন ,সেতুটি নির্মিত হয়েছে ভাল কথা কিন্তু সংযোগ রাস্তা না থাকলে কিভাবে জনগনের উপকারে আসবে তাই তিনি সংযোগ সড়ক নির্মানের দাবি জানান।

এই বিষয়ে বড় পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ২০১৬-১৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু এই সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করে না। সেতুটিতে সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এই ব্যাপারে বালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান জানান, সেতুটির সাথে সংযােগ সড়ক করার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন জানান, ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।