টঙ্গীতে গাসিকের মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ, রেলগেটে অগ্নিসংযোগ 

মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৯:০১ পিএম
ছবি: আগামী নিউজ

গাজীপুরঃ সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের বিরযুদ্ধে শ্লোগান দিতে দিতে একদল বিক্ষোভকারী টঙ্গী রেলগেট এলাকায় অগ্নিসংযোগ করেছে।

বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই শতাধিক বিক্ষোভকারীর একটি দল ওই ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও টঙ্গী রেল স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রায়হান নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের অপসারনসহ উপযুক্ত বিচারের দাবীতে বিক্ষোভকারীরা টঙ্গী স্টেশনরোড ও আশপাশের এলাকায় বিক্ষোভ করে। একপর্যায়ে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে রেলগেটে বর্জ্য এনে তাতে অগ্নিসংযোগ করে। ঘটনার কিছুক্ষণ পর পুলিশ এসে বিক্ষোভকারীদের রেলগেট এলাকা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

টঙ্গী রেল স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-রাজশাহী রেলপথের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওইসব রেলপথের কমপক্ষে আটটি ট্রেনের যাত্রা বিলম্ব ঘটে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ধাওয়া করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে কমপক্ষে দেড় ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এতে তাৎক্ষণিক কোনো প্রকার ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের শাস্তি ও দলীয় পদ থেকে অপসারনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আওয়ামীলীগের এক পক্ষের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষাভকারীরা টঙ্গীর চেরাগ আলী, স্টেশন রোড, হোসেন মার্কেট, বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ করে। তবে বিক্ষোভকারীরা কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত কয়েকদিন যাবত করেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে আলোচনা চলছিল। টঙ্গীর চেরাগ আলী, স্টেশন রোড, হোসেন মার্কেট, বোর্ডবাজার এলাকা থেকে তারা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেন। পরে টঙ্গী রেলওয়ে ষ্টেশন এলাকায় গিয়ে আগুণ ধরিয়ে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, একটি মহল তার উন্নয়ন কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে ফেসবুকে সুপার ভিডিও এডিট করে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। তিনি ওই ভিডিওটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান।