বিদ্যালয়ের জমিতে দোকান নির্মাণ প্রতিবাদ করায় শিক্ষককে হুমকি

মোঃ মামুন, দৌলতখান( ভোলা) প্রতিনিধি সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৪:৩৪ পিএম
ছবি : আগামী নিউজ

ভোলাঃ জেলার দৌলতখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় বিদ্যালয়ের জমি দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের বাধা উপেক্ষা করে প্রকাশ্য দিবালোকে ওই দোকান নির্মাণ করা হয়। এর প্রতিকার চেয়ে ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গত শুক্রবার দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগ করায় অভিযুক্তরা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: সিরাজকে ভয়ভীতি ও হুমকী-ধামকি প্রদর্শন করছে বলে ওই শিক্ষক জানান।

সরেজমিনে গেলে জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর চর ছোটধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে রেকর্ডিয় ৮০ শতক জমি রয়েছে। ১৯৭২ সালের ১৩ নভেম্বর ছোটধলী গ্রামের আশকর পাটোয়ারী বাড়ির আবদুল হক পাটোয়ারী, দাইমদ্দিন পাটোয়ারী গং বিদ্যালয়ের নামে ১৫১, ১৫৪ দাগ নংয়ের, ৭৫৭ খতিয়ানভূক্ত ওই জমি রেজিস্ট্রি দলিল দেন। দাতাদের একটি পক্ষ মৃত আবদুল হাসিম পাটোয়ারীর ছেলে আলমগীর এবং আলমগীরের ছেলে আকবর হোসেন ও আল আমিন গত শুক্রবার জমি নিজেদের দাবি করে জোরপূর্বক বিদ্যালয়ের জমি দখল করে দোকান নির্মাণের কাজ শুরু করেন। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা বাধা দিলে তাদের বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যান। এ ঘটনায় একই দিন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নীরব হোসেন পাটোয়ারী বাদী হয়ে মৃত আবদুল হাসেম পাটোয়ারীর ছেলে মো: আলমগীর, আলমগীরের ছেলে মো: আকবর হোসেন ও মো: আল আমিনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান মিয়া সংগীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও নির্মিত অবকাঠামো অপসারণ করেননি।

এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা এস আই হাসান মিয়া বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অভিযোগ দেওয়ায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দোকান নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। .

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নীরব হোসেন পাটোয়ারী বলেন, অভিযুক্তরা অবৈধভাবে বিদ্যালয়ের জমিতে দোকান নির্মাণ করছেন। অভিযুক্ত আকবর হোসেন বলেন, আমরা আমাদের পৈত্রিক জমিতে দোকান নির্মাণ করেছি।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, সরকারি সম্পত্তিতে কারো ব্যক্তিগত স্থাপনা নির্মানের কোন এখতিয়ার নেই।